সম্পত্তির লোভে বৃদ্ধা শাশুড়িকে মারধর

সোনারপুর, ৩০ জানুয়ারিঃ সম্পত্তির জন্য ৮০ বছরের বৃদ্ধা শাশুড়িকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার ঘোষপাড়ায়। গতরাতেই ওই বৃদ্ধা সোনারপুর থানায় অভিযোগ জানান।

স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও বউমাকে নিয়ে সোনারপুরের ঘোষপাড়ার বাড়িতে থাকেন বৃদ্ধা অনীতা ঘোষ। কিন্তু বৃদ্ধা মাকে কেউই দেখেন না বলে অভিযোগ। এনিয়ে অনীতাদেবী মামলাও করেছিলেন। এরপর থেকে বড় ছেলে প্রতি মাসে অল্পকিছু টাকা দিলেও চরম অবহেলায় দিন কাটে ওই বৃদ্ধার। অভিযোগ, সম্পত্তি জোর করে লিখিয়ে নেওয়ার জন্য অনীতাদেবীর উপর অত্যাচার করতে থাকেন তাঁর ছোটো বৌমা। গতরাতে তা চরমে ওঠে।

গতরাতে থানায় ছোটো বউমার নামে অভিযোগ জানান অনীতাদেবী। এরপর পুলিশ ওই বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেয়। পাশাপাশি শাশুড়ির উপর যাতে কোনওরকম অত্যাচার না করা হয়, তাও অভিযুক্ত বউমাকে সতর্ক করে দেয় পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2njjthJ

January 30, 2018 at 05:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top