কলকাতা, ১৭ জানুয়ারি- মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল রূপান্তরিত হচ্ছে বেস্ট বেঙ্গল-এ। এই পরিবর্তিত পরিস্থিতি শিল্পে লগ্নি নিয়ে শিল্পপতিরাও এগিয়ে আসার বার্তা দিলেন। বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চ থেকে দিদির ভূয়সী প্রশংসা করে রাজ্যে বিপুল বিনিয়োগের বার্তা দিলেন মুকেশ আম্বানি ও সজ্জন জিন্দলরা। লক্ষ্মী মিত্তালও দিয়ে গেলেন লগ্নির আশ্বাস। তবে এদিন আম্বানি ও জিন্দলের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে নতুন করে বুক বাঁধার স্বপ্ন দেখিয়ে গেল। রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করলেন, বিগত দু-বছরে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি বাংলায়। রাজ্যের সঙ্গে আরও কাজ করতে চাই। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ছুটে এসেছি বাংলার সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে। এরপরই তিনি ঘোষণা করেন, এবার পেট্রোলিয়াম ক্ষেত্রে পাঁচহাজার কোটি টাকা বিনিয়োগ করবে আম্বানির রিলায়েন্স। পেট্রোলিয়ামের আউটলেট করা হবে রাজ্যে। তার পাশাপাশি মুকেশ আম্বানি ঘোষণা করেন, বাংলার সব প্রান্তে পৌঁছবে জিও। প্রতিটি গ্রামে পৌঁচে দেওয়া হবে জিওকে। জিও রাজ্যের প্রতিটি স্কুল-কলেজকে সংযোগ করবে। স্কুল-কলেজে জিও-র মাধ্যমেই প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। মোট কথা রাজ্যকে নিয়ে তাঁর পরিকল্পনার কথা এদিন সবিস্তারে বর্ণনা করেন মুকেশ আম্বানি। আরও পড়ুন: আলিপুর জেল থেকে পালাল ৩ বাংলাদেশী মুকেশ আম্বানির পাশাপাশি সজ্জন জিন্দলও রাজ্যের প্রশংসা করে আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগের স্বপ্ন দেখান। তিনি বলেন, ইতিমধ্যে রাজ্যে শিল্প স্থাপন করেছি আমরা। একদিন আগেই শালবনিতে সিমেন্ট কারখানার উদ্বোধন করে এসেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেখানে ৮০০ কোটি বিনিয়োগ করা হয়েছে। আরও ৩০০ কোটি বিনিয়োগ করছি এবং বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ ক্ষেত্রে ৪০০ কোটি ছাড়াও আরও দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বাংলার জন্য। আগামী দু-বছরের মধ্যে ধাপে ধাপে এই বিনিয়োগ করা হবে বলে জানান সজ্জন। এই বাংলায় সব সম্ভাবনার দুয়ার খোলা রয়েছে বলে ঘোষণা করেন ব্রিটিশ শিল্পপতি লক্ষ্মী মিত্তালও। তিনিও ভবিষ্যতে বিনিয়োগ করবেন বলে আশ্বাস দিয়ে যান। এর আগে ইতলি, সৌদি আরব, পোল্যান্ড-সহ একাধিক দেশের প্রস্তাব মিলেছে রাজ্যের। সূত্র: ওয়ান ইন্ডিয়া আর/১২:১৪/১৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ENkUet
January 17, 2018 at 07:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন