কলকাতা, ১৭ জানুয়ারি- বাংলার বিশ্ব বাণিজ্য সম্মেলনে তিনি এসেছেন। অতএব যাবতীয় আগ্রহ এবং প্রচারের নজর যে মুকেশ অম্বানির ওপরেই থাকবে, তা বলাই বাহুল্য। সেই নজর পুরোদস্তুর কাজে লাগালেন রিলায়েন্স-কর্ণধার। রাজ্যের শিল্প পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা করলেন। বললেন, ওয়েস্টবেঙ্গলকে বলা উচিত বেস্ট বেঙ্গল। রাজ্যে রিলায়েন্স কত বিনিয়োগ করেছে এবং করবে সে সবই জানালেন। কিন্তু এ সবের মধ্যেই চমকে দিলেন ফুটবলকে নিয়ে এসে। ব্যবসা বাণিজ্যের কথা বলতে বলতে হঠাৎই অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল-ফাইনাল সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রীকে। বাংলার ফুটবলের ঐতিহ্যের কথা স্মরণ করার পাশাপাশি মুকেশ মনে করিয়ে দেন, ২০১৪ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রীর হাত ধরেই যাত্রা শুরু করেছিল ইন্ডিয়ান সুপার লিগ। আরও পড়ুন: মমতাকে বয়কট মোদী সরকারের মুকেশ বলেন আইএসএল প্রতি বছর আরও বেশি বেশি করে সফল হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলার ফুটবলের উন্নতিতে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত ধরে কাজ করতে চায় রিলায়েন্স, জানিয়েছেন মুকেশ। আর সেই কাজ হবে একেবারে তৃণমূল স্তরে। মুকেশের আশা আগামী দিনের মেসি, রোনাল্ডো উঠে আসবে এই রাজ্য থেকেই। তাতে প্রয়াস জড়িয়ে থাকবে রিলায়েন্সের। সূত্র: খবর অনলাইন আর/১২:১৪/১৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FJECJx
January 17, 2018 at 07:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top