কলকাতা, ১৭ জানুয়ারি- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ব বাণিজ্য সম্মেলনে প্রশংসায় পঞ্চমুখ মুকেশ অম্বানি, লক্ষ্মী মিত্তল, সজ্জন জিন্দল। জিও কর্তা তো বলেই দিলেন আজ বাংলা মানে বাণিজ্য। বললেন ওয়েস্ট বেঙ্গল আজ বেস্ট বেঙ্গল। আর লক্ষ্মী মিত্তল বললেন, বাংলাকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যে ভাবে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন মুকেশ অম্বানি তা কার্যত নজিরবিহীন। তিনি বলেন, ধীরে চলো নীতিকে বিদায় জানিয়েছে বাংলা। পরিকাঠামোতেও যথেষ্ট উন্নতি করেছে। শিল্প ক্ষেত্রে শান্তির পরিবেশ তৈরি হয়েছে। অম্বানি প্রশংসা করেন কন্যাশ্রী প্রকল্পের। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাংলার ঘরে ঘরে পৌঁছোবে জিও, ঘোষণা করেন তিনি। মুকেশ অম্বানি বলেন, গত দুবছরে মোট ১৫হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। আগামী দিনে রাজ্যে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগেরও আশ্বাস দেন তিনি। আরও পড়ুন: মমতার ইসরায়েল সফরে আপত্তি তারই মন্ত্রী সিদ্দিকুল্লার মুকেশ সম্মেলন মঞ্চ থেকেই ঘোষণা করেন, আগামী দুবছরের মধ্যে বাংলার প্রতিটি হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে অপটিক ফাইবার সংযোগের মাধ্যমে পরিষেবা প্রদান করার এরটি প্রকল্প হাতে নিয়েছে তাঁর সংস্থা। এ ছাড়া প্রচুর কর্মস্থানের সুযোগ করে দিতে তিনি এ রাজ্যে শূন্য উৎপাদন খরচের মোবাইল তৈরির একটি প্রকল্পও গড়ে তুলবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শিল্পপতি লক্ষ্মী মিত্তলও মখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, শিল্প বিনিয়োগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল, শান্তির পরিবেশ, আমলাতন্ত্র ও দুর্নীতি রোধ। রাজ্য এ সব ক্ষেত্রেই নজর দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে বলেন, স্বচ্ছতার দিক থেকে আমাদের রাজ্য এগিয়ে। জিডিপির দিক থেকেও সবার আগে। আপনারা এখানে নির্ভাবনায় বিনিয়োগ করতে পারেন। সূত্র: খবর অনলাইন আর/১২:১৪/১৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EOQ2ua
January 17, 2018 at 06:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top