চট্টগ্রাম, ৩১ জানুয়ারি- আগে থেকেই অনুমান করা যাচ্ছিল, শ্রীলঙ্কা-বধে দলে স্পিন আধিক্য থাকবে। চট্টগ্রামে শেষ পর্যন্ত তাই হয়েছে, তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে অভিষেক হয়েছে তরুণ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের। অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাককে দলে নেওয়া হলেও শেষ পর্যন্ত একাদশে রাখা হয়নি তাঁকে। বাংলাদেশ একাদশে তিন স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও অভিষিক্ত সানজামুল ইসলাম। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে সানজামুলের অভিষেক হয়েছিল বেশ কিছুদিন আগেই; গত বছরের মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। স্বাগতিক দলের বিপক্ষেই প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। এখন পর্যন্ত খেলেছেন তিনটি ওয়ানডে। সে ধারাবাহিকতায় এবার টেস্ট অভিষেক হয়েছে তাঁর। সাকিব আল হাসানের চোটে সানজামুলের খেলার আশা জেগেছিল আগেই। কিন্তু হঠাৎ রাজ্জাককে দলে নেওয়ায় তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। চার বছর পর দলে ফিরলেও অভিজ্ঞ রাজ্জাককে এই ম্যাচের একাদশে রাখা হয়নি। ২০১৪ সালে চট্টগ্রামে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন রাজ্জাক। চার বছর পর সে দলের বিপক্ষেই আবার মাঠে ফিরবেন, সেটা ধরে নেওয়া হলেও টিম ম্যানেজমেন্ট এখনই তাঁকে বিবেচনা করেনি হয়তো ফিটনেসের কথা ভেবেই। আরও খবর: টস জিতে দারুন শুরু বাংলাদেশের অবশ্য রাজ্জাকের টেস্ট ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে মাত্র ২৩ উইকেটে নিয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স খুবই ভালো। কদিন আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নিয়ে নতুন কীর্তি গড়েছিলেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি এই স্পিনার। তথ্যসূত্র: এনটিভি এআর/১১:৪৮/৩১ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FvHkRR
January 31, 2018 at 05:45PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন