ঢাকা, ৩১ জানুয়ারি- ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে হারার দু:স্মৃতি ভুলে টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে ১ম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রত্যাশিতভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক। তামিমের সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন ইমরুল কায়েস। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর: ৬৭ কোনো উইকেট না হারিয়ে। তামিম ৪৯ রানে ঝড়ো ইনিংস খেলছেন। তাকে সঙ্গ দিচ্ছে ইমরুল কায়েস (১৭)। চট্টগ্রামের স্পিন সহায়ক পিচে মাত্র এক পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলের একমাত্র পেসার হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ইনজুরির কবলে পড়ায় দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। আজকের ম্যাচে টেস্টে অভিষেক হয়েছে স্পিনার সানজামুলের। দলে ডাক পেলেও প্রথম টেস্টের মূল একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ আবদুর রাজ্জাকের। আরও খবর:অধিনায়কত্বের দায়িত্বটা এভাবে পেতে চাননি মাহমুদউল্লাহ বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রোসেন সিলভা, দিলরুয়ান পেরেরা, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল, লক্ষন সান্দাকান, লাহিরু কুমারা সূত্র : ক্রিকবাজ এমএ/১০:১৭/৩১ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2E2GOh4
January 31, 2018 at 04:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন