নয়াদিল্লি, ৭ জানুয়ারিঃ ‘দ্য ট্রিবিউন’-এর সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করলেন আধার কর্তৃপক্ষ ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া'(ইউআইডিএআই)। আধার কর্তৃপক্ষের তরফে এফআইআর করেছেন এক ডেপুটি ডিরেক্টর। কারণ একটাই, কিছুদিন আগে রচনা খয়রা নামে ওই সাংবাদিক, যারা আধার কার্ড ইশ্যু করেন তাঁদের কাছে থাকা ভারতীয় নাগরিকদের ব্যাক্তিগত গোপনীয় তথ্যাদি কীভাবে যে কেউ জেনে যেতে পারেন, সে বিষয়ে খবর করেছিলেন।
এফআইআর করা হয়েছে যাঁদের কাছ থেকে সেই সব তথ্য রচনা কিনেছিলেন, সেই তিন জনের (অনিল কুমার, সুনীল কুমার ও রাজ) নামেও।
দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) অলোক কুমার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা, তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারা এবং আধার আইনের ৩৬/৩৭ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ওই সাংবাদিকের রিপোর্টে দাবি করা হয়েছিল, ভুয়ো পরিচয়ে উত্সাহ দেখানোর পর কীভাবে আধার কার্ড ইশ্যুর জন্য ইউআইডিএআই কর্তৃপক্ষের কাছে জমা রাখা কয়েক জন নাগরিকের ব্যাক্তিগত গোপনীয় তথ্যাদি মাত্র ৫০০ টাকায় ওই তিন জনের কাছ থেকে কিনেছিলেন। আধারের মাধ্যমে এই মুহূর্তে ইউআইডিএআই কর্তৃপক্ষের কাছে অন্তত ১ কোটি ১৯ লক্ষ ভারতীয় নাগরিকের ব্যক্তিগত গোপনীয় তথ্যাদি জমা রয়েছে।
আধার তথ্য ফাঁসের খতা অস্বীকার করে ইউআইডিএআই। এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়ার তরফে ওই এফআইআরের তীব্র নিন্দা করা হয়েছে। বিষয়টি অন্যায়, অবিবেচিত ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলেও দাবি করেছে গিল্ড। এছাড়া আজ সাংবাদিক সম্মেলনে গিল্ডের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়, ইউআইডিএআই-এর এফআইআরের পরিবর্তে উচিত ছিল আধার তথ্য ফাঁসের তদন্তের নির্দেশ দেওয়া এবং তার রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা। ওই সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর খারিজ এবংবিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি করেছে গিল্ড।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CPZaS2
January 07, 2018 at 10:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন