কলকাতা, ০৩ জানুয়ারি- বাংলার কন্যাশ্রী দুনিয়া জয় করে এসেছে। সেই কন্যাশ্রীই এখন আরও আলো ছড়াচ্ছে বাংলার বুকে। আর তাঁর সেই সাধের প্রকল্প নিয়ে ফের প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি এবার গর্বের ইতিহাস তুলে ধরে পুলিশকে নির্দেশ দিলেন কন্যাশ্রীদের পুরষ্কৃত করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন পর্যন্ত ১২০টি নাবালিকা বিয়ে রুখেছে আমাদের কন্যাশ্রীরা। তাঁদের পুরষ্কৃত করা দরকার। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় মাটি তীর্থে মাটি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে কৃষির উন্নয়নের পাশাপাশি কন্যাশ্রীদের প্রশংসায় ভরিয়ে দেন তিনি। মাটি উৎসবের মঞ্চ থেকে কন্যাশ্রীদের ভূমিকা নিজেকে গর্বিত বলে ব্যাখ্যাও করেন। যে সমস্ত কন্যাশ্রী রাজ্যের বিভিন্ন এলাকায় নাবালিকা বিয়ে রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তাঁদেরকে পৃথক করে পুষ্কষ্কৃত করার কথা ঘোষণা করেন। এর পাশাপাশি তিনি ৭২টি নতুন প্রকল্পের শিলান্যাস ও ১৫টি প্রকল্পের উদ্বোধন করে বলেন, আরও অনেক পরিকল্পনা তৃণমূল সরকার নিয়েছে। ২৪৪৮ কোটি টাকা ব্যায়ে নিম্ন দামোদরের বন্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়েছে। কৃষির উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে তাঁর সরকার। ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ যেমন দেওয়া হয়েছে কৃষকদের, তেমনই ২১ লক্ষ হেক্টর জমিতে শস্যবিলের আওতায় আনার কাজ চলছে। আরও পড়ুন: বিজেপিতে যোগ দিয়েই মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ ইশরত জাহানের বর্ধমান জেলার ১০৩ জনকে কৃষক সম্মান দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, বাংলার কৃষকরা যা পারেন, তা দেশের কোনও কৃষক পারেন না। শুধু দেশ নয়, বাংলার কৃষক, বাংলার কৃষি বিশ্বের মধ্যে সেরার আসন লাভ করবে। মমতার কথায়, বাংলার কৃষকরা দেশের মধ্যে সবথেকে সুখে আছেন। সিঙ্গুরের দিকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন সে কথা। মুখ্যমন্ত্রীর এই কথার মধ্যেই খোঁচা ছিল কেন্দ্রের মোদী সরকারের জন্য। এদিন মুখ্যমন্ত্রী মমতা বলেন, সিঙ্গুরে সোনার জমি আমরা ফিরিয়ে দিয়ছি। সেখানে সোনার ধান ফলছে। আমরা কাজ বেশি করি, কম কথা বলি্। কিন্তু তা বলে কারও ধমকানো সহ্য করব না। আমাদের সরকারের লক্ষ্য উন্নয়ন। সেই উন্নয়নের কাজ করে যাবো। এদিন একই দিনে রাজ্যজুড়ে ফেরে কয়েক হাজার কিলোমিটার রাস্তা করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সূত্র: ওয়ানইন্ডিয়া আর/০৭:১৪/০৩ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EExTA1
January 03, 2018 at 02:34PM
Home
»
ওপার বাংলা
» বিশ্বের কন্যাশ্রী আলো ছড়াচ্ছে বাংলার বুকে, কন্যাশ্রীদের জন্য পুরষ্কার ঘোষণা মমতার
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.