কিমকে পরমাণু যুদ্ধের পালটা হুমকি ট্রাম্পের

ওয়াশিংটন, ৩ জানুয়ারিঃ রীতিমতো পরমাণু যুদ্ধের হুমকি দেওয়া শুরু হয়ে গেল আমেরিকা আর উত্তর কোরিয়ার মধ্যে। নতুন বছরের ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম হুমকি দিয়েছিলেন, তাঁর টেবিলেই নিউক্লিয়ার বাটন-টা রয়েছে। তারই পালটা হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, নিউক্লিয়ার বাটন সবসময় তাঁর টেবিলেই থাকে। তাঁর ক্ষয়িষ্ণু, অভুক্ত জমানার কেউ কি তাঁকে বলে দেবেন, আমাদেরও নিউক্লিয়ার বাটন আছে। সেটা তাঁর বাটনটার তুলনায় অনেক বেশি বড়ো আর শক্তিশালী। আর সেটা কাজও করে।

কিম অবশ্য আগামী মাসে পিয়ংইয়ংয়ে শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণ নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথা বলার আগ্রহ দেখিয়েছেন। তবে, দক্ষিণ কোরিয়া সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। বরং, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়াকে তারা মেনে নেবে না বলেই জানিয়ে দিয়েছেন। সেটা কিম আমেরিকার ষড়যন্ত্র বলেই মনে করছেন।

আন্তর্জাতিক মঞ্চে কার্যত একঘরে হয়ে উত্তর কোরিয়া সুর চড়াচ্ছে। আর আমেরিকা তার পালটা সুর চড়ানোয় পরমাণু যুদ্ধের উত্তাপ ক্রমশ বাড়ছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qeC0zI

January 03, 2018 at 10:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top