জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না –হুইপ সেলিম


সুরমা টাইমস্‌ ডেস্ক :: জাতীয় পার্টির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে র‌্যালি সমাবেশে নেতৃত্ব দেন কানাইঘাট-জকিগঞ্জ (সিলেট-৫) আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন।

আজ সোমবার দুপুর আড়াইটায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ঢাকঢোলসহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি বাহার খন্দকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ সেলিম উদ্দিন বলেন, জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না। আওয়ামী লীগ বিএনপির এমন অবস্থা তারা নির্বাচনে যে আসন পাবে তা দিয়ে সরকার গঠন করা তাদের পক্ষে সম্ভব হবে না। দুটি দলই জাতীয় পার্টিকে সরকার গঠনে নিঃশর্ত সমর্থন জানাবে।

তিনি বলেন, সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ফ্যাক্টর, ২০১৮ সাল টানিং পয়েন্ট। আমরা সরকার গঠনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। সেলিম উদ্দিন বলেন, সারাদেশের মানুষ জানে, জাতীয় পার্টির উন্নয়নের ইতিহাস স্বর্ণ যুগের ইতিহাস। তাই মানুষ আজ পরিবর্তন চায়। জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। বিরোধী দলীয় হুইপ বলেন, জাতীয় পার্টিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ৩২ বছরে জাতীয় পার্টিকে ধ্বংস করে দেয়ার জন্য চেষ্টা করা হয়েছে। জাতীয় পার্টিকে ধ্বংস করা যাবে না। হুসেইন মো. এরশাদ পাঁচটি আসন থেকে টানা দুইবার নির্বাচিত হয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।

সেলিম উদ্দিন আরো বলেন, রংপুরে জাতীয় পার্টির প্রার্থী এক লক্ষ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। রংপুরের নির্বাচন প্রমাণ করে জাতীয় পার্টি আবার ঘুরে দাড়িয়েছে।তিনি বলেন, জাতীয় পার্টির সমর্থন নিয়ে আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় গিয়েছিল। আর এর ২৮ বছর পর জাতীয় পার্টি ক্ষমতা গ্রহণের দারপ্রান্তে। এর জন্য প্রয়োজন সিলেট বিভাগসহ সারাদেশের জাপা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা। সেলিম উদ্দিন বলেন, আমারা আগামী নির্বাচনে সিলেটের ১৯ আসন পূনঃরুদ্ধার করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে নির্বাচন করে হুসেইন মো. এরশাদ আবারো রাষ্ট্র ক্ষমতায় আসীন হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস শহীদ লশকর বশীরের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক পিপি এ্যাড. গিয়াস উদ্দিন, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, আবুল হাসনাত, যুগ্ম-সাধারন সম্পাদক ইকবাল হোসেন, মুজিবুর রহমান মুজিব, মুজিবুর রহমান মুজিব, নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক আনিসুজ্জামান পাবলু, সিলেট মহানগর জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, যুগ্ম-দফতর সম্পাদক অপু রানা সেন নারায়ন, শহিদুর রহমান তাহের, সিলেট জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার, সহ-সভানেত্রী রুনা আক্তার,

জেলা সেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি কিউএম ফররুখ আহমদ, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মুর্শেদ খান, সদস্য সচিব সামসুজ্জামান বাবুল, যুগ্ম- আহ্বায়ক রফিক আহমদ, মহানগর শ্রমিক পার্টির আহ্বায়ক বরকত আলী বুলু, সদস্য সচিব ইউসুফ শেলু, যুগ্ম- আহ্বায়ক বাবুল মিয়া, জেলা ছাত্র সমাজের সভাপতি ফয়েজ আহমদ, সহ-সভাপতি মান্না আহমদ, নুরুজ্জামান আকন্দ, সাবেক সভাপতি বেলাল আহমদ, জকিগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি জালাল উদ্দিন, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মুকিত, সাধারন সম্পাদক দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক খলকুর রহমান,

বিয়ানীবাজার উপজেলা জাপার সাধারন সম্পাদক আব্দুল খলিক লালু, যুগ্ম-সাধারন সম্পাদক হাজী সফর উদ্দিন, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আব্দুর রহিম, সাধারন সম্পাদক বাবুল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারন সম্পাদক কাওছার হোসেন হীরা, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম, কানাইঘাট উপজেলা ছাত্র সমাজের সভাপতি আজাদ স্বাধীন, জকিগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক এম. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্র সমাজের সভাপতি শফিউর রহমান, জকিগঞ্জ উপজেলা শ্রমিক পার্টির সভাপতি মুজিবুর রহমান, কানাইঘাট উপজেলা যুব সংহতির সদস্য সচিব কিবরিয়া আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন জাপার সভাপতি মকলিছুর রহমান, ঝিংগাবাড়ী ইউনিয়ন জাপার সভাপতি আব্দুল কাদির, ছানাউর রহমান ছানাউর রহমান ছানু, জাহাঙ্গীর শামীম কামরুল প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2C5Xsbm

January 01, 2018 at 07:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top