মুক্তি পেল অক্ষয় কুমারের ‘কেসরি’-ছবির প্রথম লুক

মুম্বই, ৫ জানুয়ারিঃ যে ছবিতেই তিনি অভিনয় করেন, সেই ছবিতেই হিট বক্স অফিস। অক্ষয় অভিনীত ‘প্যাডম্যান’-এর মুক্তি ঘিরে ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়েছে তাঁর ভক্তদের মধ্যে। এরমধ্যেই আরও এক ছবি ‘কেসরি’। ছবির প্রথম লুকেই মাতিয়ে দিয়েছেন তিনি।

নিজের টুইটার অ্যাকাউন্টে নতুন ছবির লুক প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছেন। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজিত এই ছবিতে অক্ষয়কে এক শিখ পুলিশ যোদ্ধার ভূমিকায় দেখা যাবে। আপাতত ছবির শ্যুটিংয়ে ব্যাস্ত তিনি। ছবির গল্প ‘সারাগারির যুদ্ধ’ নিয়ে।

স্বাধীনতার বহু বছর আগে, অখণ্ড ভারতের পাকিস্তানের খাইবার পাখতুনওয়াতে এই সারাগারির যুদ্ধ চলে। যুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যান শিখ পুলিশ যোদ্ধারা। ভারতের ইসিহাসে এমন লড়াই অভূতপূর্ব। এই গল্পের প্রেক্ষাপটেই তৈরি ‘কেসরি’।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CMNeB2

January 05, 2018 at 08:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top