পারচৗকা সীমান্তে বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চৌকা সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বিকন আলী নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছে। বুধবার ভোর  পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আহত বিকন আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি পারচৌকা গ্রামের আবুল হোসেন আবু’র ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী জানান, পারচৌকা সীমান্তের ১৭২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বিকনসহ কয়েকজন গরু আনার সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ৩২ বিএসএফের দৌল্লতপুর ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে আহত হন বিকন আলী। তার সহযোগিরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।
এদিকে ওই সময় মনাকষার রানীনগর গ্রামের লাল মোহাম্মদ ওরফে লালুর ছেলে সাজ্জাদ আলী (২২) কে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মনাকষা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য শুকুরুদ্দিনও স্থানীয়দের বরাত দিয়ে সাজ্জাদকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০১-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2mIzDzY

January 17, 2018 at 07:06PM
18 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top