ঢাকা, ১৮ জানুয়ারি- তিন জাতির টুর্নামেন্ট। আয়োজক বাংলাদেশের সঙ্গে অন্য দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ইতোমধ্যে দুটি ম্যাচ সম্পন্ন হয়েছে। মিরপুরে আগামীকাল বৃহস্পতিবার সিরিজের হাইভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যার টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। অথচ আয়োজক দেশ হয়েও টিকিটে বাংলাদেশ নামের বানানই ভুল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টিকিটে দেখা যাচ্ছে, ইংরেজিতে বাংলাদেশ বানানে বি-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ-এর স্থলে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের টিকেটে লেখা বি-এন-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ! অর্থ্যাৎ বাংলাদেশ বানানের শুরুতে অতিরিক্ত একটি এন যোগ করা হয়েছে। অথচ সফরকারী শ্রীলংকা বানান ঠিকই রয়েছে। আরও পড়ুন:জুনিয়র টাইগারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে ইংল্যান্ড! ঘরের মাঠের নিজ দেশের নামের বানানে এমন ভুল মানতে পারছেন না দেশ প্রেমিক মানুষ। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষারোপ করছেন। কেউ বলছেন, এ কেমন বিসিবি!! বাংলাদেশ বানানটাই ভুল!! আরেকজন লিখেছেন, কাগোরে নিয়া বাস করি আমরা? টিকেটে বাংলাদেশ বানানই ভুল! সূত্র:বিডি প্রতিদিন এমএ/১২:০০/১৮ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mKs6AF
January 18, 2018 at 06:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন