ডাভোস, ২৩ জানুয়ারিঃ শিশু ও মহিলাদের প্রতি সেবামূলক কাজের জন্য ‘দ্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’-এর তরফে ক্রিস্টাল পুরস্কারে সম্মানিত করা হল বলিউড কিং শাহরুখ খানকে। ভারতে শিশু ও মহিলাদের অধিকার সুরক্ষায় কাজ করেছে শাহরুখের স্বেচ্ছাসেবী সংগঠন মির ফাউন্ডেশন। তারই সুবাদেই এই সম্মান পেলেন শাহরুখ।
তাঁর বাবা তাজ মহম্মদ খানের নামেই একটি সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছেন তিনি। ৫২ বছরের অভিনেতা এ দিন তাঁর প্রয়াত মা, স্ত্রী এবং কন্যাকেও অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
এই স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসিড এবং আগুনে আক্রান্তদের সমাজের মূলস্রোতে ফেরানোর জন্য কাজ করছে। এই সংস্থার তরফে আক্রান্তদের চিকিৎসা করানোর পাশাপাশি তাঁদের পুনর্বাসনের জন্য দেওয়া হয় ভোকেশনাল ট্রেনিং। করা হয়আইনি সহায়তাও। ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য বিশেষ চাইল্ড কেয়ার ইউনিট ও ফ্রি বোর্ডিং সেন্টারের ব্যবস্থাও করে মির ফাউন্ডেশন।
এর আগে অমিতাভ বচ্চন, এআর রহমান ও শাবানা আজমি ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছেন। চতুর্থ ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন শাহরুখ খান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DwBNy1
January 23, 2018 at 01:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন