পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কড়া জবাব ভারতীয় সেনার

জম্মু, ২৩ জানুয়ারিঃ পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া জবাব দিল সীমান্তরক্ষী বাহিনী। তাদের প্রকাশ করা একটি ভিডিয়ো অনুযায়ী, গত ৪ দিনে পাকিস্তানের ওপর ৯০০০ মর্টার শেল ফায়ার করা হয়েছে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি পাক ছাউনি। বিএসএফ-এর জারি করা দুটি ভিডিয়ো অনুযায়ী, পাক হামলায় ৫ জওয়ানসহ ১২ জন ভারতীয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পাকিস্তানের বেশ কয়েকটি চৌকিও ছারখার হয়েছে। জানা গিয়েছে, এই চৌকিগুলি থেকেই পাক রেঞ্জার্সে গোলাবারুদ ও জ্বালানি সরবরাহ করা হত। পাক সেনাপ্রধানের হুমকি, ভারত যেমন প্ররোচনামূলক কাজ করবে তেমনি জবাবও পাবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2n3v4jS

January 23, 2018 at 12:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top