ঢাকা, ২৬ জানুয়ারি- ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শনিবার দুপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচে মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমান। ফাইনালে ১টি উইকেট পেলেই ওয়ানডেতে ৫০ উইকেট শিকারের মাইলফলক ছুঁবেন কাটার মাস্টার। পাশাপাশি অষ্টম দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন। স্থান করে নিবেন কার্টলি অ্যাব্রোস ও রশিদ খানদের তালিকায়। ২০১৫ সালের ১৮ জুন ভারতের বিপক্ষে মিরপুরে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। এ পর্যন্ত ২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ২৫ ম্যাচে বল করে উইকেট নিয়েছেন ৪৯টি। ওয়ানডেতে ৫ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন ৩বার। আর ৪ উইকেট শিকার করেছেন ১ বার। আরও পড়ুন:ত্রিদেশীয় সিরিজ ফাইনালের একাদশে কয়টি পরিবর্তন? তার ক্যারিয়ার সেরা বোলিং ৪৩ রান দিয়ে ৬ উইকেট শিকার। ভারতের বিপক্ষে ২০১৫ সালের ২১ জুন ৪৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষেই অভিষেক ম্যাচে ৫০ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ওভার বল করে ৩৪ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে ২০১৭ সালের মে মাসে নিয়েছিলেন ৪ উইকেট। এমএ/১১:৩০/২৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rKbSx9
January 27, 2018 at 05:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top