এমসি কলেজে সমাজতান্ত্রিক ছাত্রফন্ট্রের নেতৃবৃন্দের ওপর হামলা

সুরমা টাইমস ডেস্ক ঃঃ

সিলেটের এমসি কলেজে সমাজতান্ত্রিক ছাত্রফন্ট্রের ওপর হামলা চালিয়েছে কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের হামলায় কলেজ ছাত্রফন্ট্রের সাধারণ সম্পাদক আল আমিন, নগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১০জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ জানুয়ার) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের এমসি কলেজের শহীদ মিনারে ছাত্রফন্ট্রের প্রতিষ্টাবার্ষিকীর র‌্যালী ও সমাবেশের প্রস্তুতিকালে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান এমসি কলেজ ছাত্রফন্ট্রের আহবায়ক সাদিয়া তাসনিম নওশীন।

তিনি জানান- টিলাগড়ের রঞ্জিত গ্রুপের অনুসারি কলেজ ছাত্রলীগের কর্মী দেলোয়ার, শামীম, সৌরভ, রাসেলসহ ১০-১৫জন কর্মী প্রথমে আমাদের সাথে শহীদ মিনারে কথা বলতে আসে। কথা বলার এক পর্যায়ে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলার কারণ সম্পর্কে তিনি আরও বলেন-আমরা আমাদের প্রতিষ্টাবার্ষিকী পালনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু তাদের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নাকি আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন বলেন- বাম সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাথে কলেজ ছাত্রলীগ কর্মীদের সাথে শুনেছি হাতাহাতি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DCXiNx

January 24, 2018 at 03:14PM
24 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top