সুরমা টাইমস ডেস্ক ::
দীর্ঘ এক সপ্তাহ ধরে আগুনে জ্বলার পর রোববার পূর্ব চীন সাগরে ডুবে গেছে ইরানের তেল ট্যাংকার ‘সানচি’। ফলে জাহাজটিতে থাকা ৩২ জনের সবাই এখন মৃত। তাদের মধ্যে ৩০ জন ইরানি এবং ২ জন বাংলাদেশি। চীনের এক সরকারি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ।
চীনের সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি বলছে, গত ৬ই জানুয়ারি রাতে পানামার পতাকাবাহী সানচি জাহাজটি ইরান থেকে তেল বহন করে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিল। কিন্তু পূর্ব চীন সাগরের সাংহাই উপকূল থেকে ২৬৯ কিলোমিটার দূরে হং কংয়ের সিএফ ক্রিসটাল জাহাজের সঙ্গে সানচির সংঘর্ষ হয়। ফলে এতে আগুন ধরে যায়।
ট্যাংকারটিতে এক লাখ ৩৬ হাজার টন তেল ছিল। এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলতে থাকার পর রোববার এটি ডুবে গেছে। সিসিটিভি আরও জানায়, সানচিতে দুপুরের দিকে ‘হঠাৎ করেই আগুনের মাত্রা বেড়ে গিয়ে’এক পর্যায়ে সেটি ডুবে যায়।
এটি ডুবে যাওয়ার আগ পর্যন্ত চালানো উদ্ধার অভিযানে তিনটি লাশ উদ্ধার করা সম্ভব হয়। তার মধ্যে শনিবার উদ্ধারকর্মীরা সনাচির ডেকে একটি লাইফবোট থেকে দুইটি মৃতদেহ উদ্ধার করেন। এর আগে জ্বলন্ত জাহাজের কাছে সমুদ্রে ভাসমান অবস্থায় এক নাবিকের লাশ উদ্ধার করা হয়। এটি ডুবে যাওয়ার ফলে নিখোঁজ ২৯ নাবিকের বেঁচে থাকার আর আশা নেই বলে জানিয়েছেন ইরানি কমান্ডো ইউনিটের মুখপাত্র।
দক্ষিণ কোরিয়ার একটি এবং জাপানের দুটিসহ মোট ১৩টি জাহাজ এবং ইরানের একটি কমান্ডো ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে। উদ্ধারকর্মীরা ট্যাংকারটির ব্ল্যক বক্স উদ্ধার করলেও বিষাক্ত ধোঁয়া আর আগুনের তীব্র আঁচের কারণে তাড়াতাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছে।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র:- দ্য টেলিগ্রাফ
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2B0MYsN
January 15, 2018 at 07:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন