রোগীমৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় শহরের তিনটি নামী বেসরকারি হাসপাতাল

কলকাতা, ১৭ জানুয়ারিঃ শহরের তিন তিনটে নামী হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। ক্ষোভে ফেটে পড়লেন রোগীর আত্মীয়রা। মুকুন্দপুর আমরি, অ্যাপোলো এবং উডল্যান্ডস। যদিও গাফিলতি মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষগুলি।

জ্বর নিয়ে গত সোমবার কামালগাজির বাসিন্দা আড়াই বছরের ওই শিশুটিকে মুকুন্দপুরের হাসপাতালে ভরতি করা হয়। পরিবারের দাবি, শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। আজ সকালে তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। এর পরই আচমকা শিশুটির মৃত্যু হয় বলে দাবি আত্মীয়দের। কী ইঞ্জেকশন দেওয়া হয়েছিল জানতে চাইলে, জবাব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।

গত ১৫ জানুয়ারি মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়েন লিলুয়ার বাসিন্দা বছর ৩৪-এর গৌতম পাল। প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছিল তাঁকে। পরে স্থানান্তরিত করা হয় উডল্যান্ডসে। পরিবারের দাবি, ভরতির সময়ই পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয়। চিকিত্সাও শুরু হয়। মঙ্গলবার রাত আটটা নাগাদ বাড়িতে ফোন করে হাসপাতাল জানায়, গৌতমবাবুর অবস্থার অবনতি হয়েছে। রাত সাড়ে দশটায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কারণ জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিত্সায় গাফিলতির অভিযোগে, মৃতের পরিবার আলিপুর ও বেনিয়াপুকুর থানায় দু’টি অভিযোগ দায়ের করেছে।

চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ উঠল অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধেও। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেড় ঘণ্টা ফেলে রাখা হয় রোগীকে। সে কারণেই রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি আত্মীয়দের। কসবার বাসিন্দা বছর ৫৪-র ওই ব্যক্তির নাম অলোক দাস। রাজাবাজার সায়েন্স কলেজের কর্মী ওই ব্যক্তি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। পরিবার ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও অ্যাপোলো কর্তৃপক্ষ গাফিলতির কথা অস্বীকার করেছে। তাদের দাবি, প্রথমেই পরিবারকে জানানো হয়েছিল হাসপাতালে কোনও বেড ফাঁকা নেই। চিকিত্‍সকেরা যথা শীঘ্রই রোগীকে পরীক্ষাও করেন। তখনই রোগীর পালস মেলেনি বলে জানিয়েছিলেন চিকিত্‍সকেরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Djd2VR

January 17, 2018 at 06:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top