রেকর্ড ভেঙে ৩৫ হাজার ছাড়াল সেনসেক্স

মুম্বই, ১৭ জানুয়ারিঃ সব রেকর্ড ভেঙে দিয়ে ইতিহাস গড়ে ৩৫ হাজারের সীমা ছাড়িয়ে গেল সেনসেক্স। নিফটি বাজার বন্ধের সময় থামল ১০ হাজার ৭৮৮.৫০ পয়েন্টে। এদিন আইসিআইসিআই, ইনফোসিসের বাজার চাঙ্গা হতেই চড়চড় করে উপরে উঠতে থাকে শেয়ার বাজার।

এবছর শুরু থেকেই ভালো ছিল স্টক মার্কেট। এদিন বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৩৫, ০৮১.৮২ পয়েন্ট। বেড়েছে ৩১০.৭৭ পয়েন্ট। নিফটি ছিল ১০,৭৮৮.৫০ পয়েন্ট। বেড়েছে ৮৮ পয়েন্ট।

ইনফোসিসের পাশাপাশি টিসিএস, এইচসিএল, টেক মাহিন্দ্রার শেয়ার একবছরে সর্বোচ্চ সীমা ছোঁয়। এদিন ব্যাংকিং সেক্টরের স্টকও ভালো ফল করেছে। এসবিআইয়ের বৃদ্ধি হয়েছে ৩.৭ শতাংশ, অন্যদিকে অ্যাক্সিস ব্যাংক ৩.৯ শতাংশ ও আইসিআইসিআই ব্যাংকের স্টক বৃদ্ধি হয়েছে ২.৭৩ শতাংশ হারে।

তার আগে গত ১৫ জানুয়ারি ৩৪,৯৬৩.৬৯ অঙ্কে পৌঁছয় সূচক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2B9CE1m

January 17, 2018 at 06:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top