জরুরি বৈঠকে বসছে বিএনপি


সুরমা টাইমস ডেস্ক ঃঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে আগামীকাল দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বেগম খালেদা জিয়া।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে আটটায় এ বৈঠকের সভাপতিত্ব করবেন বেগম জিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় পরবর্তী বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়া এ রায়কে কেন্দ্র করে কঠোর কর্মসূচিও আসতে পারে বৈঠক থেকে। এরই মধ্যে তৃণমূলের নেতাদের এ ব্যাপারে জানানো হয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় প্রথম মামলাটি করে দুদক। অন্যদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুদক।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EfkkHg

January 27, 2018 at 12:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top