বিশ্বনাথের প্রিয়াংকাকে হত্যা : মামলা নিচ্ছে না পুলিশ

711বিশ্বনাথ প্রতিনিধি :: গোলাপগঞ্জে রহস্যজনকভাবে মারা যাওয়া বিশ্বনাথের মেয়ে প্রিয়াংকা রাণী দেবের (২৪) পরিবারের দাবী তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে আত্মহত্যা করেনি। এ ঘটনায় থানা পুলিশ মামলা নিচ্ছে না জানিয়ে বৃহষ্পতিবার বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তুলে এই ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণের দাবী জানান প্রিয়াংকার হতভাগ্য পিতা দিলীপ দেব।
প্রিয়াংকার পারিবারিক সূত্র জানায়, ২০১৩ সালের ১২ অক্টোবর গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের অরুণ দেবনাথের ছেলে দুবাই প্রবাসী টিটন কুমার দেবের সাথে বিয়ে হয় বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের দীলিপ কুমার দেবের একমাত্র মেয়ে প্রিয়াংকার দেবের। বিয়ের আনুমানিক ৬মাস পরেই দুবাই পাড়ি জমান টিটন। অভি দেব নামে তাদের তিনবছর বয়সী একটি ছেলে রয়েছে। টিটন বিদেশ যাবার পর থেকেই শাশুড়ী ও ননদের রোষানলে পড়েন প্রিয়াংকা। তারা প্রায়ই তাকে জ্বালাতন-নির্যাতন করত। এগুলো সবসময়ই প্রিয়াংকা তার বাপের বাড়ীর লোকজনকে অবহিত করত। এসব কারণে, এখানে বেড়াতে এলে স্বামীর বাড়ী ফিরতে চাইতো না সে। সর্বশেষ, গত ২রা জানুয়ারী মঙ্গলবার সকাল ৮টার দিকে টিটনের ভাই উজ্জল কুমার দেব মোবাইল ফোনে প্রিয়াংকার গুরুতর অসুস্থতার খবর দেয়। খবর পেয়ে তার পিতা-মাতা সেখানে গিয়ে দেখতে পান, তাদের মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তাদেরকে ‘মঙ্গলবার ভোরের দিকে প্রিয়াংকা আত্মহত্যা করেছে’ বলে তারা জানায়।
দিলীপ জানান, গত ২২ ডিসেম্বর দুবাই থেকে দেশে আসে তার মেয়ে জামাই টিটন। আসার পর থেকেই তার মেয়ের উপর তার পরিবারের লোকজন নানা অত্যাচার-নির্যাতন করছিল। ঘটনার আগের দিন রাতেও তাকে নির্যাতন করা হয়। তিনি আরও বলেন, আমার মেয়েকে হত্যা করে তারা আত্মহত্যার নাটক সাজিয়ে গামছা পেচানো অবস্থায় ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে। অথচ তার পায়ের নীচে কোনো কিছু ছিল না। উদ্ধার করার সময় তার পা মাটিতে লাগানো ছিল। এ ঘটনায় একটি মহল দ্বারা প্রভাবিত হয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ মামলা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী সাংবাদিকদের বলেন, লাশের পোস্টমর্টেম হয়েছে তবে, এখনও রিপোর্ট পাইনি। যেহেতু প্রিয়াংকার পরিবার অভিযোগ করছে, সেহেতু বিষয়টি খতিয়ে দেখা হবে।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2EYrL5V

January 04, 2018 at 09:34PM
04 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top