দক্ষিণ ভারতীয়দের দ্রাবিড় জাতিসত্ত্বা নিয়ে এক হওয়ার ডাক দিলেন কমল হাসান

চেন্নাই, ১৮ জানুয়ারিঃ দ্রাবিড় তাঁরা। এই জাতি সত্ত্বা নিয়েই দক্ষিণ ভারতকে একজোট হওয়ার বার্তা দিলেন কমল হাসান। এই জাতি সত্ত্বাই তাঁদের ভারতে আলাদা অস্তিত্ব তৈরি করে দিয়েছে। যা নিয়ে কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন। এমনই দাবি তামিল অভিনেতার।

কয়েকদিন আগেই রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন এই তামিল অভিনেতা। সেইসঙ্গে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুলকালামের জন্মস্থান রামনাথপূরম থেকে রাজ্য সফরের কর্মসূচি ঘোষণা করেছেন। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাঁর রাজ্য সফর। কমলের দাবি, তামিলনাড়ু থেকে সব থেকে বেশি রাজস্ব সংগ্রহ করে কেন্দ্র সরকার। সেই রাজস্ব উত্তর ভারতের উন্নতিতে ব্যবহার করা হয়। দক্ষিণের রাজ্যগুলি থেকে আদায় করা রাজস্ব দিয়ে উত্তরের রাজ্যগুলির উন্নয়ন করছে। কিন্তু যখন দক্ষিণের রাজ্যগুলির খরা বন্যার মুখোমুখি হচ্ছে তখন কোনও সাহায্য করা হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাই দ্রাবিড় জাতিসত্ত্বাকে জাগিয়ে তুলে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কেরলকে একজোট হতে বলেছেন তিনি।
চন্দ্রবাবু নাইডু, চন্দ্রশেখর রাও, সিদ্দারামাইয়া, পিনারাই বিজয়ন সকলেই দ্রাবিড়। সকলকে একজোট হয়ে দিল্লির অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mU0vOx

January 18, 2018 at 10:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top