নয়াদিল্লি, ১৮ জানুয়ারিঃ সাধারণ বাজেটের আগে আজকের জিএসটি কাউন্সিলের ২৫ তম বৈঠকের দিকে সকলের নজর ছিল। আজকের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, নতুন করে ২৯টি পণ্যে কমল করের হার৷ একইসঙ্গে হস্তশিল্পের ৪০টি পণ্যকে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল৷ এছাড়া ৫৩টি পরিসেবাতেও পরিবর্তন হয়েছে করের হার৷ আগামী ২৫ জানুয়ারি থেকে নয়া জিএসটি রেট লাগু করা হবে।
পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনা নিয়ে এদিনের বৈঠকে কোনোকিছু আলোচনা হয়নি। তবে আগামী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
জিএসটি রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সরলীকরণ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তবে এব্যাপারে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জেটলি বলেন, ‘নন্দন নিলকেনি বিস্তারিত উপস্থাপনা পেশ করেছেন।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BeFiTy
January 18, 2018 at 09:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন