নয়াদিল্লি, ১৮ জানুয়ারিঃ এবার থেকে বিমানের মতই রেলেও অগ্রিম টিকিট বুক করলে পাওয়া যাবে বিশেষ ছাড়। অর্থাৎ যত আগে টিকিট কাটবেন তত বেশি মিলবে ডিসকাউন্ট। ভাড়া মূল্যায়ন কমিটির এই প্রস্তাবকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। সূত্রের খবর, এ সপ্তাহের গোড়াতেই ভাড়া মূল্যায়ন কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে রেলওয়ে বোর্ডের কাছে। রিপোর্টে বলা হয়েছে, ৫০ থেকে ২০ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কতগুলি সিট খালি রয়েছে, তার উপর নির্ভর করেই দেওয়া হবে ছাড়। বিমানেও একইভাবে ভাড়া কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
কোনো যাত্রী যদি একমাস আগে বিমানের টিকিট বুক করে তবে সেক্ষেত্রে ৫০ থেকে ২০ শতাংশ কম দামে টিকিট কিনতে পারবেন তিনি। তবে সেটাও নির্ভর করবে কতগুলি বিমানের আসন ফাঁকা রয়েছে তার ওপর।
সূত্রের খবর, ট্রেনের লোয়ার বার্থের জন্য যাত্রীকে একটু বেশি খরচ করতে হতে পারে। যেমন বিমানে ফ্রন্ট-ভিউ সিট পেতে গেলে বেশি দামের টিকিট কিনতে হয়। যদিও প্রবীণ, শারীরিক দিক দিয়ে অক্ষম এবং অন্তঃসত্তা মহিলাদের জন্য বিমানের ওই আসনটি বিনামূল্যেই দেওয়া হয়।
এছাড়া, যেসব ট্রেন ভোর বা সকালে পৌঁছয়, সেসব ট্রেনের ভাড়া বাড়ানো হবে। অন্যদিকে, যেসব ট্রেন রাত ১২ টা কিংবা ভোর চারটের মত সময়ে পৌঁছয়, সেসব ট্রেনের টিকিট মিলবে সস্তায়। এছাড়া উত্সবের সময় বাড়ানো হবে ভাড়া আর অফ-সিজনে কম দামে মিলবে টিকিট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mV1RZ6
January 18, 2018 at 09:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন