বর্ধমান, ২ জানুয়ারিঃ সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগে এবার গরীবদের জন্য আবাসন নির্মাণে জোর দিচ্ছে রাজ্য সরকার।
মঙ্গলবার বর্ধমান শহর সংলগ্ন জেলা কৃষি খামার মাঠে মাটি উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২৯ জানুয়ারি রাজ্যের ৫ লক্ষ গরীব মানুষের হাতে ৫ লক্ষ বাংলার বাড়ি তুলে দেওয়ার কর্মসূচির সূচনা হবে। ভোটপ্রক্রিয়া চলায় উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় ওই কর্মসূচি ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
মঞ্চ থেকেই ৭২টি প্রকল্পের শিলান্যাস ও ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়া ১০টি কন্যাশ্রী ক্লাবের সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেন। এই অনুষ্ঠানে বিভিন্ন জেলার ১০৩ জন কৃষকের হাতে কৃষক সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় যাদের জমি ভেসে গিয়েছিল সেইরকম প্রায় ৩০ লক্ষ পরিবারকে ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
তবে আজও, নাম না করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ইডি, সিবিআইকে দিয়ে যতই রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক, কোনও চাপের কাছে নতি স্বীকার করবেন না কেউ। বাংলা চলবে মাথা উঁচু করে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CwB9Pw
January 02, 2018 at 09:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন