শিশু হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড


সুরমা টাইমস্ ডেস্ক ঃঃ জশাহীতে শিশু হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার জেলার মোহনপুরের বেড়াবাড়ি গ্রামের ১০ বছরের শিশু রাব্বিকে অপহরণের পর হত্যার ঘটনায় এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোহনপুর উপজেলার বেড়াবাড়ি ডাইংপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মাজেদুর রহমান ওরফে সাগর (১৯), আবদুর রাজ্জাকের ছেলে রিপন সরকার ওরফে লিটন (২৫) এবং হযরত আলীর ছেলে নাজমুল ইসলাম (২৫)।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- আসিনুর বেগম (৩০)। তিনি আসামি সাগরের সৎ মা। কারাদণ্ডের পাশাপাশি আসিনুর বেগমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলায় সাগরের বাবা আবুল কাশেমসহ আরও দুজন আসামি ছিলেন। আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন। এরা হলেন, একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩০) এবং আবদুল হাকিমের ছেলে মো. সাহাবুদ্দিন (২৪)।

আদালতের বিশেষ পিপি এন্তাজুল হক বাবু এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০১৪ সালের ২০ ডিসেম্বর বেড়াবাড়ি ডাইংপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে ফজলে হোসেন ওরফে রাব্বিকে (১০) অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। মামলার ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।

আসামিপক্ষে এ মামলার কৌঁসুলি ছিলেন, অ্যাডভোকেট একরামুল হক ও মোশারফ হোসেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DRRDiu

January 02, 2018 at 09:53PM
02 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top