পুলিশের ওপর হামলা: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৩ মামলা


সুরমা টাইমস ডেস্ক ঃঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান বাসায় ফেরার পথে রাজধানীতে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ ও রমনা থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মঙ্গলবার বিকেলের ঘটনায় রাতে তার থানার উপ পরিদর্শক রহিদুল ইসলাম ও এসআই চম্পক বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। মামলা নম্বর ৫৭ ও ৫৮।

সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নসহ বেশ কয়েকটি অভিযোগে এই মামলা করেছে পুলিশ।

মামলায় হামলার নির্দেশদাতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ দলের শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া অজ্ঞাত আরও সাত থেকে আটশ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

এদিকে রাতে রমনা থানার উপ পরিদর্শক মহিবুল্লাহ বাদী হয়ে আরো একটি মামলা করেছেন।

উল্লেখ্য, রাজধানী ঢাকার বকশীবাজারে বিশেষ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে গুলশানের বাসায় ফিরছিলেন। এসময় হাইকোর্ট এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে ছড়িয়ে পড়ে।

এসময় বিএনপিকর্মীদের বেধড়ক পিটুনির শিকার হন কয়েকজন পুলিশ সদস্য, ভাঙচুর হয় তাদের গাড়ি ও আগ্নেয়াস্ত্র।

প্রিজন ভ্যানে হামলা চালিয়ে বিএনপিকর্মীরা পুলিশের হাতে আটক দুই নেতাকে ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে।

এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকেও শান্তিনগরের বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2novhz9

January 31, 2018 at 02:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top