সুরমা টাইমস ডেস্ক ঃঃ ভারতের মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৪ স্কুল ক্রিকেটে এক ম্যাচে ৫১৫ বলে অপরাজিত ১,০৪৫ রান করেছেন তনিষ্ক গাভাতে নামে ১৩ বছরের এক কিশোর। হাজার রানের দীর্ঘ এ ইনিংসটি তিনি সাজিয়েছেন ৬৭টি ছয় ও ১৪৯টি চারে।
অনূর্ধ্ব-১৪ নবি মুম্বাই শিল্ড আমন্ত্রণী স্কুল ক্রিকেট টুর্নামেন্টে দু’দিন ধরে এই ইনিংসটি খেলেছেন তনিষ্ক। এর আগে আন্তঃস্কুল ভান্ডারি কাপে ১০০৯ রান করে স্কুল ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন প্রণব ধনওয়াড়ে। তিনি ভেঙে দিয়েছিলেন ১৮৯৯ সালে করা আর্থার কলিন্সের ৬২৮ রানের রেকর্ডকে।
সেই হিসেবে তনিষ্কের রানও নতুন বিশ্ব রেকর্ড গড়তে পারত। কিন্তু যে টুর্নামেন্টে তনিষ্ক এ রান সে করেছেন, তা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্বীকৃত টুর্নামেন্ট নয়। তাই ইনিংসটি বিশ্ব রেকর্ডের মর্যাদা পায়নি।
ছাত্রের সাফল্য জানাতে গিয়ে তনিষ্কের কোচ মনিশ বলেছেন, ‘আগে এক কিংবা দু’নম্বরে ব্যাট করত তনিষ্ক। কিন্তু কয়েক দিন আগে আমাকে এসে বলে ওপেন করতে চায়। তার পরে কিছুদিন নতুন বলের বিরুদ্ধে নেটে ওকে দেখার পরেই ঠিক করি এ বার ওকে দিয়েই ওপেন করাব।’
ব্যাট হাতে বড় রান করার রেকর্ড অতীতে দেখিয়েছে তনিষ্ক। এর আগে একটি ম্যাচে ৩১৬ রানে অপরাজিত ছিল সে। আর এ বার অপরাজিত ১,০৪৫ রানের মালিক হয়ে তনিষ্ক বলছেন, ‘বড় ইনিংস খেলতে চাই বলেই কোচকে বলেছিলাম ওপেন করতে চাই। এ ভাবেই খেলে যেতে চাই আগামী দিনে।’
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nnWnXa
January 31, 2018 at 02:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন