ঢাকা, ০১ জানুয়ারি- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন গণমাধ্যমের সামনে মিরপুরের উইকেটকে জঘন্য বলেছিলেন তামিম ইকবাল। সেসময় শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার সমালোচনাও করেন তিনি। আর এ কারণে তাকে ৫ লাখ টাকার জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিপিএলের পঞ্চম ও সবশেষ আসরে কুমিল্লার ভিকটোরিয়ান্সের আইকন ও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তামিম। রংপুর রাইডার্সের বিপক্ষে লিগ পর্বের একটি ম্যাচের পর সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে এ সমালোচনা করেছিলেন তিনি। আগে ব্যাট করে রংপুর ৯৭ রানে অলআউট হয়ে যায় তার দল। তামিমের দল ছোট লক্ষ্য টপকায় শেষ ওভারে। তবে ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপরই সংবাদ সম্মেলনে এসে তামিম শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট কে জঘন্য বলেন। আরও পড়ুন: ক্রিকেটারদের নতুন স্বপ্ন নতুন বছরকে ঘিরে একই উইকেট নিয়ে সমালোচনায় মেতে ওঠেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তবে মার্জিত ভাষায় সমালোচনা করায় বিসিবি তার বিরুদ্ধে অভিযোগ আনেনি। অন্যদিকে কোড অব কন্ডাক্ট অনুসারে তামিমের বক্তব্য মেনে নিতে পারেনি বিসিবি কর্তৃপক্ষ। যে কারণে বিসিবির পক্ষ থেকে চিঠি দেয়া হয় তাকে। তারই শুনানি দিন ধার্য করা হয় ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার। ওই শুনানিতে তামিম বিসিবির কাছে ক্ষমাও চান। শুনানিতে অংশ নিয়ে শারজায় টি-টেন লিগের প্রথম ম্যাচও মিস করতে হয়েছিল তাকে। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/০১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CqLlZX
January 02, 2018 at 12:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top