ঢাকা, ০১ জানুয়ারি- থিয়েটারের মানুষ হিসেবে পরিচিত মামুনুর রশীদ। নাট্যকার, নির্দেশক কিংবা অভিনেতা যে নামেই তাকে ডাকা হোক না কেন তিনি সেখানেই মুখ্য। বাংলাদেশ সৃষ্টির পর মঞ্চ নাটককে যারা দাঁড় করিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন তিনি। তার হাত ধরেই বাংলার থিয়েটার আজ উৎকর্ষতার পথে। মঞ্চে এই মানুষটির অবদান অনস্বীকার্য হলেও টেলিভিশন নাটক এবং বড় পর্দায়ও সমান জনপ্রিয় মামুনুর রশীদ। তিনটি বিভাগেই তিনি স্বকীয়। মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ার অভিজ্ঞতা পুষ্ট একজন মানুষ তিনি। নতুন বছরের শুরুতে প্রতিবেদকের সঙ্গে খোলাখোলিভাবে কথা বলেছেন মামুনুর রশীদ: এ বছরটাতো নানা রকম হতাশায় গেল। প্রতি বছরইতো নতুন কিছু করার সম্ভাবনা দেখা দেয়, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু আর মেলানো যায় না। বিগত বছরেওতো অনেক কিছু আশা করেছিলাম। কিন্তু যেরকম আশা করেছিলাম তাতো পূর্ণ হয়নি। ভেবেছিলাম বিদেশি সিরিয়াল সম্প্রচারের উপর রেস্টিকশান আসবে, অন্তত এগুলো সম্প্রচারে কোনো নীতিমালা আসবে কিন্তু তাতো হলো না। ডাবিংকৃত অনুষ্ঠানের ক্ষেত্রেও একই অবস্থা। আমাদের নিজস্ব শিল্পীদের উপর যে এগুলোর নেতিবাচক প্রভাব পড়বে এগুলোতো কেউ বুঝতে পারছে না। এজন্যই ইদানীং খুব স্বপ্ন দেখতে ইচ্ছে করে না। স্বপ্ন দেখাটা দিন দিন কমে আসছে। বছর ঘুরে নতুন আরেকটি বছরের শুরু। মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র নিয়ে সার্বিক মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে যেন কিছুটা হতাশা মাখা কণ্ঠেই উপরের মন্তব্যটি করেন মামুনুর রশীদ। আরও পড়ুন: নতুন বছরে নতুন মিশনে এভ্রিল মঞ্চে-তো গেল বছরে একটা জোয়ার দেখা গেল। বিশেষ করে রিজওয়ানতো রীতিমত মানুষকে থিয়েটারে নিয়ে আসতে বাধ্য করলো। নতুন বছরের থিয়েটারে এমন চমক আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সবকিছু নিয়ে হতাশা থাকলেও মঞ্চ নিয়ে আমি কিছুটা আশাবাদী। মঞ্চে এবছরেও ভালো কাজ হবে বলেই আমি বিশ্বাস করি। নিজে নতুন কোনো নাটক মঞ্চায়ন করবেন কিনা জানতে চাইলে মঞ্চের এই পুরোধা ব্যক্তিত্ব জানান, পরিকল্পনা আছে নতুন কিছু নিয়ে আসার। চলচ্চিত্র ও ফিল্ম নিয়ে কিছুটা হতাশা থাকলেও নতুন বছরে মামুনুর রশীদ কিছুটা আশাবাদ ব্যক্ত করে বলেন, এখনতো প্রতি বছরে অনেক অনেক ফিল্ম হচ্ছে। এরমধ্যে নিয়মিতই ভালো ভালো ফিল্ম আসছে। নতুন বছরেও আমি চাইবো ভালো ফিল্ম তৈরি হবে। নিজস্ব ভালো টিভি সিরিয়াল নির্মাণ হোক এটা আমি চাই মনে প্রাণে। স্বপ্ন দেখার দিন ফুরিয়ে আসলেও নতুন বছরে ভালো ফিল্ম, ভালো টিভি নাটক তৈরি হোক এটা দেখতে চাই। মঞ্চ, টিভি এবং ফিল্মের সঙ্গে জড়িত সবাইকে এবং দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। সূত্র: চ্যানেল আই অনলাইন আর/১৭:১৪/০১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ErtHDL
January 02, 2018 at 12:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top