চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামাবাজার এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের হাতে ধরা পড়েছে ৬ ডাকাত। সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের নামোধোবড়ার আবদুস সালামের ছেলে ইসতিয়াক আহমেদ (২২), একই এলাকার কুতুব উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম (১৯), রবুর ছেলে ইব্রাহিম আলী (১৯), দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর গ্রামের তৈমুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২৩) আজমল হকের ছেলে শামিউল ইসলাম ও শিয়ালমারা গ্রামের এজাবুল হকের ছেলে মো. রুবেল (২২)।
প্রত্যদর্শীদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার এসআই জুলহাস জানান, রাত ৮টার দিকে চামাবাজারে ডাকাতির প্রস্তুতি নেয় ৮-১০ জন যুবক। এসময় স্থানীয়রা তাদের আটক করলে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় তারা। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ছয় জনকে শ্যামপুর ইউনিয়ন কাউন্সিলে আটক রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করে। রাতেই তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩০-০১-১৮
প্রত্যদর্শীদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার এসআই জুলহাস জানান, রাত ৮টার দিকে চামাবাজারে ডাকাতির প্রস্তুতি নেয় ৮-১০ জন যুবক। এসময় স্থানীয়রা তাদের আটক করলে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় তারা। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ছয় জনকে শ্যামপুর ইউনিয়ন কাউন্সিলে আটক রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করে। রাতেই তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩০-০১-১৮
from Chapainawabganjnews http://ift.tt/2FvMqhb
January 30, 2018 at 10:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন