কলকাতা, ৩০ জানুয়ারি- পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর বাস মালিকদের সংগঠনগুলি তুলে নিল ধর্মঘট। আগামী ফেব্রুয়ারী মাসের ১ ও ২ তারিখে বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিকদের সংগঠনগুলি। তবে, তাদের দাবী দাওয়া খতিয়ে দেখতে পরিবহনমন্ত্রী ২ সদস্যের একটি কমিটি গড়েছেন। ফেব্রুয়ারির শুরুতেই বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিকদের ৩ টি সংগঠন৷ ভাড়া বৃদ্ধির দাবিতে তারা এই দুদিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছিল৷ ১ ও ২ ফেব্রুয়ারি টানা দুদিন রাজ্যে কোনওরকম বাস পরিষেবা দেওয়া হবে না বলে তারা জানিয়েছিল৷ ফলে মাসের শুরুতেই ভোগান্তির মুখে পড়তে হত সাধারণ যাত্রীদের৷ বাস মালিক সংগঠনের তরফে জানান হয়েছিল, ডিজেলের দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছিল প্রশাসনের কাছে৷ ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ও দেওয়া হয় প্রশাসনকে৷ কিন্তু তার পরও প্রশাসনের তরফে ভাড়া বৃদ্ধির বিষয়ে কিছু জানানো হয়নি৷ তাই তারা ধর্মঘটের ডাক দিয়েছিল বলে ওই সংগঠনের তরফে দাবি করা হয়েছিল৷ বাস মলিক সংগঠনের তরফে জানান হয়েছিল, ওই দুদিন রাজ্যে কোনও বাস চলবে না৷ ইন্টারসিটি বাস পরিষেবা তো বন্ধ থাকবেই৷ একই সঙ্গে দূরপাল্লার বাসগুলিও বন্ধ থাকবে৷ ফলে ওই দুদিন চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারত নিত্যযাত্রীদের৷ মঙ্গলবার পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পরিবহন দফতরের আধিকারীকদের সঙ্গে বৈঠকের পর মালিকরা আপাততঃ বাস ধর্মঘট তুলে নিলেন। পরিবহনমন্ত্রী ২ সদস্যের একটি কমিটি গঠন করেছেন মালিকদের দাবী দাওয়া খতিয়ে দেখতে। এই কমিটিতে আছেন, পরিবহন দফতরের সচিব নারায়ণ স্বরূপ নিগম ও পরিবহন দফতরের কমিশনার বিশ্বজিত দত্ত। পরিবহন দফতরের এই দুই অফিসার বাস মালিকদের সঙ্গে বসে তাঁদের দাবী দাওয়া নিয়ে কথা বলবেন। এই কমিটি বিভিন্ন বিষয়ে বাজারদর খতিয়ে দেখে বাস ভাড়া বাড়ানোর দাবী যুক্তিসঙ্গত কিনা তা দেখবে। বাস ভাড়া বাড়ান হলেও কিভাবে বাড়ান হবে বা কি পরিমানে বাড়ান হবে তা খতিয়ে দেখবে এই কমিটি। তারপর কমিটির সদস্যরা একটি রিপোর্ট দেবেন পরিবহন দফতর তথা রাজ্য সরকারকে। রিপোর্ট তৈরি হলে পরিবহনমন্ত্রী ফের বসবেন বাস মালিকদের সঙ্গে। বৈঠকের পর ধর্মঘট তুলে নেবার জন্য পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ধন্যবাদ দিয়েছেন বাস মালিকদের। আরও খবর: ডিজেলের দাম সর্বকালের রেকর্ড ভেঙেছে কলকাতায় তবে গত কয়েক বছরে এই ধরনের বাস ধর্মঘট ডাকার ঘটনা অনেকবারই হয়েছে৷ পরে আবার প্রশাসনের আশ্বাসে তা তুলেও নেওয়া হয়েছে৷ তাই এবার ঠিক কী হয়, তা জানার জন্য অপেক্ষা করে ছিল গোটা বাংলা৷ শেষ পর্যন্ত বাস ধর্মঘট উঠে যাওয়ায় পরিবহন দফতরের পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজ্যবাসী। তবে, ডিজেলের দাম এইভাবে বাড়তে থাকলে বাসের ভাড়া যে বাড়বে তা মঙ্গলবারের বৈঠকের পর পরিস্কার। ডিজেলের দাম না কমলে, সম্ভবত পঞ্চায়েত ভোটের পরই বাড়তে চলেছে বাসের ভাড়া। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/২২:৩৫/৩০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DRak60
January 31, 2018 at 04:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top