ইসলামপুর ও ডালখোলাঃ ঝাড়খণ্ডে আদিবাসীদের বিভিন্ন বঞ্চনার প্রতিবাদে সোমবার সকাল ৬ টা থেকে ডালখোলায় ১২ ঘন্টার রেল অবরোধ শুরু করল ঝাড়খণ্ড দিশম পার্টি ও আদিবাসী সেঙ্গেল অভিযান। অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে নিউ জলপাইগুড়িগামী বিভিন্ন ট্রেন। খুড়িয়ালে আটকে পড়েছে দার্জিলিং মেল, কিশনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে শতাব্দী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে ওল্ড মালদা স্টেশনে। দীর্ঘক্ষণ অবরোধ চলায় কার্যত স্তব্ধ উত্তর পূর্ব সীমান্ত রেলের যোগাযোগ ব্যবস্থা। অবরোধের জেরে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনকে ইতিমধ্যেই বাতিল করতে হয়েছে। ঘটনার জেরে হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। ছোটো স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় তাদের জল ও খাবারের সমস্যায় পড়তে হচ্ছে।
শুধুমাত্র উত্তরবঙ্গেই নয়, পুরুলিয়া সহ দক্ষিণ-পূর্ব রেলওয়ের বিভিন্ন স্টেশনেও রেল অবরোধ চলছে। ফলে হাওড়া থেকে ঝাড়খণ্ড ও ওডিশাগামী ট্রেন পরিসেবাও বিপর্যস্ত। ভুবনেশ্বর রাজধানী সহ একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2COEXfs
January 08, 2018 at 12:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন