মেক ইন ইন্ডিয়ায় ধাক্কা, বাতিল ৩২ হাজার কোটি টাকার প্রকল্প

নয়াদিল্লি, ৮ জানুয়ারিঃ জোর ধাক্কা খেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের মেক ইন ইন্ডিয়া প্রকল্প। বাতিল হয়ে গেল প্রতিরক্ষা ক্ষেত্রে ৩২ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ। ভারতীয় নৌবাহিনীর মাইনসুইপার তৈরির জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত তা হচ্ছে না। মাইনসুইপার আদতে সমুদ্রের তলায় থাকা মাইন ধ্বংস করার জন্য ব্যবহৃত বিশেষ জাহাজ। ভারতের হাতে এই রকম চারটি মাইনসুইপার থাকলেও সেগুলি সবকটি ৩০ বছরের পুরনো। সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরে চিনের উপস্থিতি বারবার লক্ষ্য করা গিয়েছে।  ফলে বর্তমান পরিস্থিতিতে অন্তত ২৪টি মাইনসুইপার নৌবাহিনীর প্রয়োজন বলে ২০০৫ সালেই সেনাসূত্রে জানানো হয়। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বিষয়টি নিয়ে উদ্যোগও নিয়েছিলেন। সে কারণেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে মাইনসুইপার তৈরির উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প বাতিল হয়ে যাওয়ায় নতুন করে এই প্রকল্প শুরু করতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক।

 

প্রতীকী ছবি



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2COO1kd

January 08, 2018 at 12:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top