শুরু হল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট

কলকাতা, ১৬ জানুয়ারিঃ নিউ টাউনের ‘বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার’-এ শুরু হল ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (বিজিবিএস-‘১৮)। বেলা ১১.৩০ নাগাদ এই সামিট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন ৩০টি দেশের প্রায় ৩০০ প্রতিনিধি। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এর পর মঞ্চে উপস্থিত শিল্পপতিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। রাজ্য সরকার আয়োজিত এই শিল্প সম্মেলনে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন লক্ষ্মী মিত্তল এবং মুকেশ অম্বানী। সোমবার রাতেই অনেকেই পৌঁছে গিয়েছেন শহরে।

সজ্জন জিন্দল, পার্থ জিন্দল, স্পাইস জেটের অজয় সিং, আদানি গোষ্ঠীর ৫ কর্তা।  এছাড়াও সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, প্রসূন মুখোপাধ্যায়, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, কিশোর বিয়ানি, আদি গোদরেজ, মোহনদাস পাই যোগ দিয়েছেন এই সম্মেলনে। শিল্প সম্মেলনে যে পাঁচটি ৫ টি ফোকাস সেক্টর রয়েছে, সেগুলি হল শিল্প পরিকাঠামো, উত্‍পাদনমুখী ক্লাস্টার, নগরোন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও পরিসেবা এবং পরিবহণ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DhRHLL

January 16, 2018 at 12:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top