২৬/১১ এর ৯ বছর পর মোশে এল ভারতে

মুম্বই, ১৬ জানুয়ারিঃ মোশে হল্টসবার্গ এসেছে মুম্বইয়ে। মুম্বইয়ের নারিম্যান হাউসে। যেখানে আজ থেকে প্রায় ৯ বছর আগে তার জীবন পুরো বদলে গিয়েছিল। ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলায় প্রাণ হারিয়েছিলেন মোশে হল্টসবার্গের বাবা-মা। ছোট্ট মোশে তখন ছিল মাত্র ২ বছরের। সেই হামলার পরিবার হারালেও সেযাত্রায় মোশে বেঁচে গিয়েছিল। ইসরায়েলের নাগরিক সেই মোশে এখন কিশোর হয়েছে। ৯ বছর পর সে ফের একবার ভারত সফরে এসে মুম্বই হামলায় ক্ষতিগ্রস্ত নরিম্যান হাউস ঘুরে দেখবে বলে জানিয়েছে।

তার বাবা রাব্বি গ্যাব্রিয়েল হল্টসবার্গ ও মা রিভিকা পাকিস্তান জঙ্গিদের গুলিতে প্রাণ হারান। তিনদিন ধরে চলা এই জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল মোট ১৬৬ জনের। সেসময় মোশেকে বাঁচিয়েছিলেন সান্দ্রা স্যামুয়েল নামে এক ভারতীয়। তাঁকে মোশেকে দেখাশোনার জন্য ইজরায়েল সরকার সাম্মানিক নাগরিকত্ব দেয় সরকার।

মোশে এবার এসেছে দাদু-ঠাকুমার সঙ্গে। দাদু শিমন রোসেনবার্গ বলেছেন, ভারতে ফের আসতে পেরে তাঁরা খুশি। দুদিন থেকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে আগামী ১৯ জানুয়ারি দেশে ফিরে যাবে মোশে।

গত জুলাইয়ে ইজরায়েল সফরের সময়ই মোশের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময়ই বলে আসেন, যেকোনও সময় ভারতে চাইলে আসতে পারে মোশে। সে নিজেও জানিয়েছিল, বড় হয়ে সে মুম্বই যেতে চায় এবং বয়স হলে সে মুম্বইতেই থাকতে চায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mAiatv

January 16, 2018 at 01:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top