কলকাতা, ৩০ জানুয়ারিঃ গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ব্যবহার অপরাধ বলে জানানো হলেও সুনির্দিষ্টভাবে তার কোনো উল্লেখ নেই মোটর ভেহিক্যালস অ্যাক্ট-এ। সেন্ট্রাল মোটর ভেহিক্যালস অ্যাক্ট’ ১৯৮৮-তে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা নেই। কেন্দ্রীয় ওই আইনের উপর ভিত্তি করেই রাজ্যগুলি তাদের রুল তৈরি করেছে। মুর্শিদাবাদে যে বাসটি দুর্ঘটনায় পড়েছে তার চালকও মোবাইলে কথা বলছিলেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু আইন মোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার নিষিদ্ধ করতে এবার রাজ্য সরকার উদ্যোগী হতে চায়। এ ব্যাপারে পরিবহণ দপ্তর আইনজ্ঞদের পরামর্শ নেবে।
সরকারি আধিকারিক জানিয়েছেন, সেন্ট্রাল মোটর ভেহিক্যালস আইনের ১৮০ ধারায় লাইসেন্স ছাড়া ড্রাইভিংয়ের ক্ষেত্রে অভিযুক্তর ৩ মাস জেল অথবা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ১৮৩ ধারায় বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যা রাস্তাঘাটে মানুষের বিপদ ডেকে আনতে পারে বা কুয়াশা বা প্রাকৃতিক কারণে গাড়ির গতি বিপজ্জনক হতে পারে, এই ধরনের অভিযোগে চালককে ৪০০ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। এ ধরনের অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানার পরিমাণ এক হাজার টাকা হবে। ১৮৫ ধারায় মত্ত অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ৫০০ টাকা জরিমানার কথাও বলা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DY36AL
January 30, 2018 at 09:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন