ঢাকা, ২৩ জানুয়ারি- ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি অনেকটা নিজেদের ঝালিয়ে নেওয়ার। এমন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়। সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও বিটিভি। জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে। ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে দলে ফিরছেন বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম। আর তার কারণে জায়গা ছেড়ে দিতে হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বর পেসার হিসেবে খেলা মোহাম্মদ সাইফউদ্দীনকে। বাংলাদেশের জন্য ম্যাচটি ঝালিয়ে নেওয়ার হলেও জিম্বাবুয়ের জন্য অনেকটা বাঁচা মরার। এ ম্যাচে জিতলেই জায়গা করে নিবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। আর হারলে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। তবে আজ জিতেই ফাইনাল খেলতে চায় ক্রেমার বাহিনী। আরও পড়ুন:বাংলাদেশের সামনে টানা ১০ ম্যাচে জয়ের রেকর্ডের হাতছানি বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, পিটার মুর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, টেন্ডাই চাতারা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি। সূত্র:জাগোনিউজ২৪ এমএ/১২:০০/২৩ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rwKm6n
January 23, 2018 at 06:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন