ঢাকা, ২৩ জানুয়ারি- ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আজ (মঙ্গলবার) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। বেলা ১২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। টুর্নামেন্টে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বাধীন দলটি এ আসরে তৃতীয় বারের মতো মাঠে নামছে। আগের দুই ম্যাচে খেলে দুটিতেই জয় পায় টাইগার বাহিনী। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয়ে বোনাস পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেন সাকিব-তামিমরা। অন্যদিকে তিন ম্যাচে ১ জয় আর দুই পরাজয় নিয়ে ব্যাকফুটে জিম্বাবুইয়ানরা। ফাইনালে যেতে হলে স্বাগতিকদের বিপক্ষে জয় পেতেই হবে গ্রেম ক্রেমারের দলকে। যদিও এ ম্যাচে ছাড় দিতে নারাজ মাশরাফি বাহিনী। উল্টো এ ম্যাচে জয় পেলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১০ ম্যাচে জয়ের নতুন রেকর্ড গড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। যা যে কোনো দলের বিপক্ষে হবে সর্বোচ্চ জয়। ত্রিদেশীয় সিরিজের শুরুতেই জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের রেকর্ড জয়ে বেশ ফুরফুরে মেজাজেই মাঠে নামবে স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানের জয়ে ফাইনালের আশা টিকে আছে জিম্বাবুয়ের। আরও পড়ুন: দিন যত যাচ্ছে ততই বেশি আকর্ষণীয় হয়ে উঠছেন সাকিব-শিশির! তবে লঙ্কানদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারের পরও ফাইনালের আশা টিকে আছে টেইলর-মাসাকাদজাদের। তথ্যসূত্র: আরটিভি অনলাইন এআর/১১:৫০/২৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2G6VPg7
January 23, 2018 at 05:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top