ক্রিশ্চিয়ানো রোনালদোকে পারফরম্যান্সের কারণে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মানেন অনেকে। তবে ওই অনেকের দলে নন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক পর্তুগিজ যুবরাজকে কিছুতেই ইতিহাসের সেরা ফুটবলার মানছেন না। বিশ্ব সেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডিঅরে মেসিকে ছুঁয়ে ফেলেছেন রোনালদো। এখন দুজনেরই পাঁচটি করে ব্যালন ডিঅর। দলগত অর্জনও দুইজনের প্রায় সমানে সমান। আরও পড়ুন: রিয়াল মাদ্রিদ ছাড়ছেন রোনালদো! ম্যারাডোনা অবশ্য রোনালদোকে মেসির সঙ্গে তুলনায় আনেননি। বিশ্ব ফুটবলের সেরা তারকা বিতর্কে রোনালদোকে সেরা মানতে নারাজ তিনি। আর্জেন্টাইন কিংবদন্তী বলেন, সবারই নিজের মত দেয়ার অধিকার আছে। আমি মনে করি না, ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। কোনোভাবেই না। রোনালদোর অর্জনকে অবশ্য খাটো করছেন না ম্যারাডোনা। তবে সর্বকালের সেরা বলতেই যা আপত্তি তার, সে ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছে, আমি এটাকে সম্মান করি। তবে এই মুহূর্ত থেকে দেখলে সর্বকালের সেরার বিচারে তাকে নিয়ে কথা বলতে গেলে অনেকটা পথ পাড়ি দিতে হবে তার। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rxVvUj
January 23, 2018 at 04:39AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন