গ্রেটার নয়ডায় প্রাক্তন বক্সারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার

নয়ডা, ১৩ জানুয়ারিঃ আন্তর্জাতিক স্তরের প্রাক্তন বক্সার জিতেন্দ্র মানের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। শুক্রবার গ্রেটার নয়ডায় নিজের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অবসর নেওয়ার পর জিতেন্দ্র গ্রেটার নয়ডার সেক্টর আলফায় একটি জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। সেই জিমের প্রধান প্রীতম টোকাস দেহটি প্রথম দেখতে পান বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকালে শেষবার জিমে গিয়েছিলেন জিতেন্দ্র। এরপর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে জিতেন্দ্রর ফ্ল্যাটে যান প্রীতম। তাঁর কাছেও একটি চাবি ছিল। প্রীতম ফ্ল্যাটের দরজা খুলতেই জিতেন্দ্রর গুলিবিদ্ধ দেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত চলছে।

২০০৮ সালে হরিয়ানা রাজ্য বক্সিং সংস্থায় নিজের নাম নথিভুক্ত করেন জিতেন্দ্র। তিনি দিল্লির হয়েও খেলতেন। অবসর নেওয়ার পর তিনি একাই গ্রেটার নয়ডায় থাকতেন। ৪ মাস আগে এই ফ্ল্যাটে আসেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mphx5Y

January 13, 2018 at 05:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top