ঢাকা, ২৫ জানুয়ারি- ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে থাকলেও বাদ দেওয়া হয়েছিল পরের দুই ম্যাচ থেকে। ইমরুল কায়েসকে পাঠানো হয়েছিল বিসিএলের তৃতীয় রাউন্ডে। উদ্দেশ্য ছিল, চার দিনের ম্যাচ খেলে শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়া। তবে টেস্ট সিরিজের আগে ফের ওয়ানডে দলেই ফিরলেন বাঁহাতি এ ওপেনার। ত্রিদেশীয় সিরিজের শনিবারের ফাইনালের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এ স্কোয়াডে জায়গা পেয়েছেন ইমরুল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা না পাওয়া গেলেও এটি স্পষ্ট, ওপেনিং নিয়ে ভাবনা আছে দলে। ত্রিদেশীয় সিরিজে খেলা গত চারটি ম্যাচে বাংলাদেশের হয়ে তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করেছেন এনামুল হক বিজয়। প্রায় তিন বছর পর দলে ফেরা এনামুল চার ম্যাচে আউট হয়েছেন যথাক্রমে ১৯, ৩৫, ১ ও শূন্য রানে। ধারণা করা হচ্ছে, ফাইনালের একাদশে তাকে বদলে ইমরুলকে নামানো হতে পারে। আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর যা বললেন মাশরাফি! বিসিএলের তৃতীয় রাউন্ডে ইমরুল খেলেছেন দক্ষিণাঞ্চলের হয়ে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলেন ইমরুল। ওয়ান ডাউনে নামা ইনিংসটি ছিল মাত্র ১৩১ বলের, যার মধ্যে ছিল ১৪টি চার ও ৬টি ছয়। তথ্যসূত্র: সমকাল এআর/২১:৫৫/২৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ncc9Ew
January 26, 2018 at 03:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top