হবিগঞ্জ জেলার বাহুবলে অভিযান চালিয়ে কুখ্যাত ২ ডাকাতকে গ্রেফতার


সুরমা টাইমস ডেস্ক ঃঃ হবিগঞ্জ জেলার বাহুবলে অভিযান চালিয়ে কুখ্যাত ২ ডাকাতকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

শুক্রবার (০৫ জানুয়ারি) রাত সোয়া ৯টায় উপজেলার ভেড়াখাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেফতাররা হলেন- সিলেটের গোয়াইনঘাট এলাকার খলিলুর রহমানের ছেলে জামাল উদ্দিন (৩২) ও মৌলভীবাজারের আতানগিড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে সাদ্দাম হোসেন ওরফে কাজল (৩২)।

ওসি গোলাম দস্তগীর জানান- গ্রেফতার দুই ডাকাতের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শুক্রবার রাতে তারা ভেড়াখাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার কর পুলিশ। শনিবার (০৬ জানুয়ারি) দুই ডাকাতকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2m5LLf5

January 06, 2018 at 02:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top