প্রচণ্ড ভিড়ে উত্তেজনা রায়গঞ্জ স্টেশন চত্ত্বরে, অভিযোগ লাঠিচার্জের

রায়গঞ্জ ২০ জানুয়ারিঃ ছাত্রদের ওপর জিআরপির সিভিক ভলেন্টিয়ারদের মারধরের অভিযোগে রায়গঞ্জ রেল স্টেশনে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, রায়গঞ্জ স্টেশনের জিআরপির সিভিক ভলেন্টিয়ার বাহিনীর মারে মাথা ফেটে যায় এক পড়ুয়ার। বিহারের বাসিন্দা আহত ওই ছাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের শণাক্ত করতে পারেনি। ক্যামেরার সামনে বলতে না চাইলেও স্টেশনের হকাররা জানিয়েছে, প্রতিমা তোলার কারনে ট্রেন ছাড়তে দেরী হওয়ায় ছাত্রদের ভিড় হঠাতে লাঠিচার্জ করে সিভিক ভলেন্টিয়াররা। এই ঘটনার প্রতিবাদে স্টেশনের জিআরপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিহারের বারসই থেকে রায়গঞ্জ শহরে সরস্বতী প্রতিমা কিনতে আসা ছাত্র ও যুবকেরা। যদিও রায়গঞ্জ স্টেশন জিআরপি কর্তৃপক্ষ অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে।

আজ কয়েকশো ছাত্র ও যুবক বেলা সাড়ে এগারোটার বারসইগামী ট্রেনে সরস্বতী প্রতিমা নিয়ে ওঠে। প্রচণ্ড ভিড় থাকায় সমস্যা তৈরি হয়। মনীষ কুমার ঠাকুর নামে এক শিক্ষক অভিযোগ করে বলেন, জিআরপির এক জওয়ান তাদের উপর হামলা চালালে এক ছাত্রের মাথা ফেটে গিয়েছে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ স্টেশন চত্ত্বরে। জিআরপি অফিসে বিক্ষোভ দেখায় ওই ছাত্র ও যুবরা। রায়গঞ্জ স্টেশনের জিআরপির পরিদর্শক সবিনয় রায় বলেন, লাঠিচার্জের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা এই ঘটনাই জানিনা। বিহারের ছেলেরা নিজেরাই নিজেদের মধ্যে গণ্ডগোল করেছে। ঘটনার তদন্ত করা হবে বলে জানান তিনি।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DTHzH1

January 20, 2018 at 07:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top