কেপটাউন, ২০ জানুয়ারি- দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান জেপি ডুমিনির চার-ছয় সম্পর্কে তো সবাই জানে। যেদিন তার ব্যাট চলে সেদিন কোনো বোলারকেই তিনি ছাড়েন না। আর সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো বুধবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। সেই সাথে নতুন এক রেকর্ডও গড়লেন ডুমিনি। দক্ষিণ আফ্রিকার লিস্ট এ ক্রিকেটে এক ওভারে ৩৭ রান নিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। প্রথম ৪ বলে ৪ ছক্কা, পঞ্চম বলে দুই, এরপর নো বলে চার এবং শেষ বলে ফ্রি হিটে আবারও ছক্কা- এক ওভারে ৩৭ রান নেন ব্যাটসম্যান ডুমিনি। আরও পড়ুন:তামিমের পঞ্চাশ কেন এক শ হচ্ছে না? দক্ষিণ আফ্রিকার লিস্ট এ ক্রিকেটে এক ওভারে এটাই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড। আর ক্রিকেট ইতিহাসে এক ওভারে নেওয়া দ্বিতীয় সর্বোচ্চ রান। বুধবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনের পিপিসি নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ঘরোয়া মমেন্টাম ওয়ান ডে কাপ চ্যাম্পিয়নশিপে ভিকেবি নাইটসের বিপক্ষে এই রেকর্ড গড়েন কেপ কোবরাসের অধিনায়ক ডুমিনি। এর আগে ২০১৩-১৪ মৌসুমে ঢাকায় আবাহনী লিমিটেডের আলাউদ্দিন বাবুর এক ওভারে শেখ জামালের হয়ে ৩৯ রান করেন জিম্বাবুয়ের এলটন চিগাম্বুরা। সূত্র:বিডি প্রতিদিন এমএ/০৬:৫০/২০ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rkzTdW
January 21, 2018 at 01:00AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন