কলকাতা, ১১ ফেব্রুয়ারি- প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের জন্য বিজেপির দরজা খোলা।তাঁকে দলে নিয়ে তৃণমূলের কুকর্ম ফাঁস করা হবে। শনিবার জলঙ্গির কলেজ ময়দানে রাজনৈতিক জনসভার পর একথা বললেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, তৃণমূলের নীতি হচ্ছে-কাজের সময় কাজি, কাজ ফুরলেই পাজি। প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের ক্ষেত্রেও তৃণমূল একই অবস্থান নিয়েছে। তবে আমাদের দলে সকলের জন্যই দরজা খোলা। ওই প্রাক্তন আইপিএস অফিসারকে দলে নিয়ে তৃণমূলের কুকর্ম ফাঁস করা হবে। ইস্তফা পত্র জমা দেওয়ার পর থেকেই ভারতী ঘোষের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজ্যের রাজনৈতিক মহলে। তারপরই ভারতীর জন্য বিজেপির দরজা খোলা আছে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷এরপর সেই একই কথা আর এক বিজেপি নেতা বলার পর ভারতীর গেরুয়া যোগের জল্পনা আরও জোড়াল হয়েছে৷ আরও পড়ুন: নিউটাউনের হোটেল থেকে জাপানি নাগরিকের মৃতদেহ উদ্ধার এদিকে, এদিনই ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে৷ সিআইডি সূত্রে খবর, তাঁকে ধরতে একটি বিশেষ টিম দক্ষিণ ভারতে গিয়েছে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:১০/১১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CbQvVt
February 11, 2018 at 04:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top