কলকাতা, ১১ ফেব্রুয়ারি- নিউটাউনের প্রাইড হোটেলের ৮০৪ নম্বর রুম থেকে এক জাপানি নাগরিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল৷ মৃত ব্যক্তির নাম ইউকিয়ো ওবাটা (৬৪)।জাপানের একটি গাড়ি কোম্পানির হয়ে সিঙ্গুরের উপর গবেষণা করার জন্য ওই চারজন এখানে এসেছিলেন বলে হোটেল সূত্রে খবর। হোটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ব্যক্তি সহ চারজন জাপানি নাগরিক গত ৩ ফেব্রুয়ারি হোটেলের ঘর বুক করেছিলেন। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের হোটেল বুকিং করা ছিল। প্রত্যেকদিনই হোটেল থেকে সিঙ্গুরে গিয়ে নিজেদের গবেষণার কাজ করতেন ওই চার জন। পুলিশ সূত্রের দাবি, সম্ভবত শরীর খারাপ থাকায় এদিন ইউকিয়ো সিঙ্গুরে জাননি। তিনি হোটেলের ঘরেই ছিলেন। অবশ্য বাকি তিনজনই সিঙ্গুরে নিজেদের গবেষণার কাজে গিয়েছিলেন। আরও পড়ুন: এবার তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যেতে পারেন বচ্চন-ঘরণী প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।ইউকিয়োর সঙ্গে আসা বাকি তিনজনের সঙ্গে কথা বলা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:০৩/১১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EhtMNz
February 11, 2018 at 04:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top