ভালবাসা দিবসে কুকুর-গাধার বিয়ে…….!

সুরমা টাইমস ডেস্ক::   ভারতের নানা প্রান্তে ভ্যালেন্টাইন্স ডে-র বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদে সরব ছিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলসহ বিভিন্ন হিন্দু সংগঠন। কোথাও তারা মারমুখী, কোথাও দিয়েছে হুমকি। এমনকি, ভালবাসা দিবস পালনকে বিদ্রূপ করে কুকুর-গাধার বিয়েও দিয়েছে এক হিন্দু সংগঠন!

কুকুরের সঙ্গে গাধার বিয়ে দেয়ার ঘটনাটি ঘটে ভারতের চেন্নাইয়ে। দিবসের বিরোধিতা করে এদিন ধূমধাম সহকারে কুকুরের সঙ্গে গাধার বিয়ে দিয়েছে একটি পক্ষ। কুকুর ও গাধার গলায় ফুলের মালা পরিয়ে, কপালে চন্দন লেপে দেন আয়োজকরা। তারপর ভ্যালেন্টাইন্স ডে-র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। অবশ্য এ জন্য পুলিশ তাদের আটক করেছে।

আবার দিবসটির পক্ষে যারা তারা বলতে চান, ‘‘ভ্যালেন্টাইন্স ডে-র বিরোধিতা করা উচিত নয়। কারণ ভালবাসা জাত-ধর্ম মানে না। এই ভালবাসার জন্য এক দিনের ছুটিও ঘোষণা করা উচিত।’’

যাইহোক। পক্ষে বিপক্ষে যে যা-ই বলুক না কেন ভালোবাসা দিবস উদযাপন থেমে থাকছে না। কেউ পক্ষ নিয়ে উদযাপন করছেন, আবার বিরোধীরাও দিনটিকে উদযাপন করছেন; যদিও নেতিবাচকভাবে!



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EJY4bq

February 15, 2018 at 05:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top