অটোয়া, ২৭ ফেব্রুয়ারি- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপর সাজানো মামলার প্রতিবাদে সোমবার কানাডার রাজধানী অটোয়ায় অবস্হিত পারলামেন্ট হিলের সম্মুখে কানাডা বিএনপি এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কানাডা বিএনপির অন্যতম নেতা ফয়সল আহমেদ চৌধুরীর নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন দেওয়ান এবিএম রাজ্জাক রাজু, জিয়াউল হক জিয়া, আরমান মিয়া মাষ্টার, যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামুন ভূইয়া, মিসবাউল কাদির ফাহিম, মারিফুর রহমান, সাইদুর রহমান, সিরাজুল ইসলাম মিজি, জাহাঙ্গীর আলম, হুমায়ুন পাটোয়ারী, নওশাদ উল্লাহ, আখতার আহমেদ, আব্দুল হামিদ বুলবুল, নুরু ভূইয়া, দেলোয়ার হোসেন, মাহবুব আলম অপু, জাকির হোসেন, এ ওদুদ রোকন, এস.কে সুহেলুজ্জামান, আলী হোসেন, কাজি আজাদ, মাহবুব হাওলাদার, সাইদ মোল্লাহ, মাসুদুর রহমান, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম মিন্টু, ফারুক হোসেন অপু, আব্দুল মান্নান, মো: জাহাঙ্গীর, হানিফ উল্লাহ, মো: আবু জাফর, আব্দুল আজিজ, শহিদুল্লাহ ভূইয়া প্রমুখ। পরিচালনায় ছিলেন কামরুল ইসলাম রানা ও নাসিম উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী-বাংলাদেশের তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী -বাংলাদেশের মাটি ও মানুষের সবচেয়ে কাছের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন। আধুনিক বাংলাদেশের নামের সাথে বেগম খালেদা জিয়া একাকার হয়ে আছেন-সুতরাং তাঁকে উদ্দেশ্যপ্রনোদিত, মিথ্যা ও জাল নথির মাধ্যমে জেলে প্রেরন করে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন এবং নিজ দলের দেউলিয়া রাজনীতিরই প্রমান দিয়েছে সরকার। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে কিংবা তাকে নির্বাচন থেকে দুরে রেখে বাংলাদেশে আর কোন পাতানো নির্বাচন কেউ মেনে নেবে না। বাংলাদেশের জনগনের সাথে বহি:বিশ্বে অবস্হানরত বাংলাদেশীরাও মেনে নেবে না। আর কোন সাজানো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্তে চেয়ারম্যান তারেক রহমানের ওপরও একে পর এক সাজানো মামলার মাধ্যমে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে দেবে না বাংলাদেশের জনগণ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2F4cgZL
February 28, 2018 at 05:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top